Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় ভারত -জাপা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ২:৩৮ পিএম

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছে ভারত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, সোহেল রানা প্রমুখ।

রুহুল আমীন হাওলাদার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা বহাল রাখতে ভারতীয় নেতৃবৃন্দ নৈতিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

আগামীতে সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামীতে আমরা সরকার গঠন করতে পারব বলে আশা করছি। কারণ আগের তুলনায় আমাদের সাংগঠনিক অবস্থা অনেক ভালো।

গত রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সফর করেছে।

ওই প্রতিনিধিদলে মহাসচিব রুহুল আমীন হাওলাদারসহ আরও ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু, সুনীল শুভরায় ও মেজর (অব.) মো. খালেদ আখতার।

আজকের সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রতিনিধিদলের ভারত সফরের অভিজ্ঞতা তুলে ধরেন রুহুল আমীন হাওলাদার।

তিনি বলেন, দেশ পরিচালনায় ভারতীয় নেতৃবৃন্দ আমাদের অতীত অভিজ্ঞতার প্রশংসা করেছেন। পরবর্তী নির্বাচনে আমাদের সাফল্যও কামনা করেছেন তারা।

জাতীয় পার্টির মহাসচিব জানান, গত ১৭ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জাতীয় পার্টির চেয়ারম্যানকে ভারত সফরের আমন্ত্রণ জানান। সেই পরিপ্রেক্ষিতে আমরা নয়াদিল্লি গেছি। আমাদের সফরটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেন, এ সফরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। এ বৈঠক ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ।



তিনি আরও বলেন, ভারতীয় নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন- তাদের সরকার ও জনগণ বাংলাদেশের সঙ্গে বিরাজমান সম্পর্ক আরও দৃঢ় দেখতে চায়। বাংলাদেশের গণতন্ত্র যেন বজায় থাকে, এটিই তাদের কামনা।

ভারতের নেতৃবৃন্দ বাংলাদেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় পার্টির ভূয়সী প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন রুহুল আমীন হাওলাদার।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন- জাতীয় পার্টি বিরোধী দলে থেকেও সরকারের সঙ্গে দায়িত্ব পালন করছে। এটি একটি বিরল দৃষ্টান্ত। এটি আগামীতে আরও অনেক গণতান্ত্রিক দেশ গ্রহণ করতে পারবে।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, আমরা জানিয়েছি যে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি সবসময় সোচ্চার থাকবে। আমরা এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা বলেছি- অত্যন্ত বিরূপ পরিস্থিতির মধ্যেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে।



 

Show all comments
  • Nannu chowhan ২৬ জুলাই, ২০১৮, ৬:৩৬ পিএম says : 0
    Varoter chaoa shomorthone 2014 votarbihin nirbachon ar amader proyojon nei.Amra chai jonogoner voter odhikar shushto o shantipurnno nirbachon.....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ