বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ৭২টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এড. ফজলুল হক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৪২৪১৮। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি'র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৭০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী নজরুল ইসলাম নয়ন (নৌকা) ৪১৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের মাওলানা খাইরুল ইসলাম মন্ডল (খেজুর গাছ) পেয়েছে ৩০৯৪২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালমা আক্তার কাকন (নৌকা) পেয়েছেন ৪২৭২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি,র প্রার্থী হোসনে আরা আকন্দ (ধানের শীষ) পেয়েছেন ১৮৮৫৪ ভোট।
বুধবার রাতে উক্ত নির্বাচনের রিটার্নিং অফিসার বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষণা করেন।
শ্রাবণের অঝোর বৃষ্টির মাঝে বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রাণহীণ তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ৭২টি ভোট কেন্দ্রে ৬২৩টি কক্ষে ভোট গ্রহন সম্পন্ন হয়।
নির্বাচনে ভোটারদের মাঝে কোনো উদ্দীপনা ছিলো না। সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির কারণে ভোট কেন্দ্র্রে ভোটার উপস্থিতি ছিল কম। মহিলা ভোটার ছিল আরো কম। কোন ভোট কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া যায়নি।
সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি, র্যাবের চারটি টহল দল, স্ট্রাইকিং ফোর্সসহ সহস্রাধিক পুলিশ কাজ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।