Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পাটির কাউন্সিল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

জাকের পার্টির ৩য় জাতীয় কাউন্সিল আজ ২৬ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে উদ্বোধনী অধিবেশন। ২ লক্ষাধিক ডেলিগেটসহ কমপক্ষে ৩ লাখ নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী এ কাউন্সিলে সমবেত হবেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও কুটনৈতিকসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ আমন্ত্রিত অতিথি থাকবেন উদ্বোধনী অধিবেশনে।
জাতীয় কাউন্সিলে সর্বাত্মক অংশগ্রহনের লক্ষ্যে গতকাল সন্ধ্যা হতে সারাদেশ থেকে বাস, লঞ্চ ও অন্যান্য বাহনের বহর নিয়ে দলীয় নেতা, কর্মী ও সমর্থকগন ঢাকায় আসা শুরু করেন। এ লক্ষ্যে ঢাকার প্রবেশমুখে ৮টি পয়েন্টে তাদের রাতের অবস্থান, এবাদত, বন্দেগী, আহার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শুরু হবে আজ বিকাল ৩টায়। শুধুমাত্র কাউন্সিলরগন এ অধিবেশনে অংশ নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাকের পাটির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ