Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৩ পরিবারে দ্রুত বিদ্যুৎ সংযোগ

বাপবিবো চেয়ারম্যানের নির্দেশ

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম মহিশাসুর। উক্ত গ্রামের ৪৩টি পরিবারে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় তারা অবর্ণনীয় অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দিনাতিপাত করে আসছিলেন। অসহায় পরিবারগুলো ৪-৫ বছর পূর্বে কর্তৃপক্ষ বরাবরে বিদ্যুৎ সংযোগের আবেদন করলেও তাঁরা বিদ্যুৎ পায়নি। বিদ্যুৎ না পাওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। সম্প্রতি অনলাইন গণমাধ্যমসহ জাতীয় দৈনিক পত্রিকায় বিষয়টি প্রকাশিত হলে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর নজরে আসে। অতঃপর বাপবিবোর্ডের মাননীয় চেয়ারম্যান ৭ দিনের মধ্যে লাইন নির্মাণ করে ৪৩টি পরিবারে বিদ্যুৎ সংযোগের জন্য কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিকে নির্দেশনা প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ

১৯ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ