Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে যুবক নিখোঁজ

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ৬:৪৫ পিএম

কুয়াকাটা সৈকতে সাঁতার কাটতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা সৈকতে তিন পর্যটক সাঁতার কাটতে নামে। সাঁতরে ক্রমে গভীরের দিকে যেতে থাকলে এক পর্যায়ে সোহাগ (৩০) ডুবে যায়। এ সময় অপর দুই পর্যটক ছোট সোহাগ (২০) ও মহসীন (২০) কে সৈকতের ফটোগ্রাফাররা উদ্ধারে সক্ষম হন।
সোহাগের সহকর্মীদের বরাত দিয়ে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, সোহাগ সাঁতার জানতোনা। উদ্ধার হওয়া দু’জনকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং নিখোঁজ সোহাগকে উদ্ধারে পটুয়াখালী ও বরিশাল ফায়ার সার্ভিসের দুটি টিম বিকাল ৪-৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শুরু করলেও সাগর উত্তাল থাকায় অভিযান ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, কুয়াকাটার একটি আবাসন কোম্পানীর সাথে কাজ করত সোহাগ। তার বাড়ী ঢাকার আশুলিয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবক নিখোঁজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ