Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৮, ১২:৩২ পিএম

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সকাল ৮টা থেকে নির্বাচনে উপজেলার ৪৪টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু করা হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলার ৪৪ কেন্দ্রের মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ।

নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসবাহ উদ্দিন ভূঁইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন মিয়া (আনারস)।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী দায়িত্ব পালন করছে।

এ উপজেলার মোট ভোটার রয়েছেন ৭৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে ৩৯ হাজার ৮৪ পুরুষ ও ৩৮ হাজার ৮৮৬ জন নারী।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়া মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন এ উপজেলার চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজমিরীগঞ্জে উপনির্বাচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ