Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালের গেইটে লাশ রেখে পলায়ন

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
ঢাকার সাভারে অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ হাসপাতালের গেইটে রিক্শা-ভ্যানের উপর রেখে পালিয়ে গেছে। শনিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গেইটের সামন থেকে পুলিশ অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। জানা যায়, রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে একটি রিকশা-ভ্যানে করে অজ্ঞাত এক যুবকের লাশ নিয়ে আসেন এক ব্যক্তি। পরে সেই ব্যক্তি লাশসহ ভ্যান গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। দীর্ঘসময় পরেও লাশের কোনো দাবিদার না পাওয়ায় রাতে হাসপাতাল কর্তৃপক্ষ সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতন করে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তিনি। গতকাল রোববার ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত ও ভ্যানে রেখে যাওয়া ব্যক্তির খোঁজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতালের গেইটে লাশ রেখে পলায়ন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ