Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামের প্রবাসীর স্ত্রী সরনেহার বেগমকে (৩২) হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও সবোর্চ্চ সাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ভিটিকান্দি, নারান্দিয়া ও দাউদকান্দি উপজেলার উত্তর ইলিয়টগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী, এলাকাবাসী ও সুশীল সমাজের হাজার হাজার জনগণ। গত শনিবার বিকালে উপজেলার আসমানিয়া বাজারে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি আসমানিয়া বাজার থেকে নারান্দিয়া স্লুইসগেট পর্যন্ত প্রদক্ষিণ করে এবং রাস্তার দুই পাশে শান্তিপূর্ণভাবে দীর্ঘ দেড় কি.মি. রাস্তায় মানববন্ধন করেন। মানববনন্ধনে অন্যান্যর মধ্যে অংশ গ্রহণ করেন, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম সরকার, জহিরুল হক দুলাল মেম্বার, আদিলুর রহমান, ডাক্তার গোলাম জিলানী, আব্দুর রহমান মুন্সি, আবুল কাশেম মাষ্টার ও হাতাব ভূইয়া প্রমুখ। শোক র‌্যালীতে কলিমিয়া উচ্চ বিদ্যালয়, রাইন আইডিয়াল একাডেমী, গ্রামীন প্রিক্যাডেট একাডেমী ও ইক্রা আইডিয়াল স্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক সমাজ ব্যানার ফ্যাস্টুনসহ সংহতি প্রকাশ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডাকাতিকৃত মালামাল উদ্ধারসহ জড়িত খুনিদের অবিলম্বে গ্রেফতার করা হউক। সেই সাথে তিতাসে ডাকাতি ও ছিনতাই বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন। তিতাস থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম পিপিএম জানান, ঘটনায় আমরা মামলা নিয়েছি ও একজনকে গ্রেফতার করেছি। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ, গত ৯ এপ্রিল শনিবার গভীর রাতে ডাকাতের হাতে নির্মমভাবে নিহত হয় উপজেলার দক্ষিণ নারান্দিয়া পূর্ব পাড়ার ওমান প্রবাসী আক্কাস আলীর স্ত্রী সরনেহার বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিতাসে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু খুনিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ