রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা
নাটোরের সিংড়ায় পূর্ব শক্রতার জেরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এক শিক্ষককে কুপিয়ে জখম ও এক নারীকে শ্লীলতাহানি করেছে প্রতিপক্ষরা।মামলা সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার চরপাটকোল গ্রামের মনিরুজামান গত শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার সময় বাড়ির কাছে প্রতিপক্ষ শাহজাহান কবির, শাহ্ আলম, জাম্বু সহ ৫ ভূমিদস্যু হাসুয়া-রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে মনিরুজামানকে জখম করে। মনিরুজামানের চিৎকারে তার মেয়ে ফাতেমা খাতুন এগিয়ে এলে এসময় তাকেও শ্লীলতাহানি করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন। এঘটনায় মনিরুজামানের মেয়ে ফাতেমা খাতুন বাদি হয়ে গত শুক্রবার নাটোর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। মনিরুজামানের ছেলে রহমান জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষ শাহজাহান কবিরের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষরা হাসুয়া-রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, বিষয়টি আমার জানা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।