Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার পৌরসভায় ভোট ডাকাতি হলে লাগাতার হরতালের ঘোষণা নাগরিক কমিটির মেয়র প্রার্থীর

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ৪:১৫ পিএম

নাগরিক কমিটির মেয়র প্রার্থী সরওয়ার কামাল আজ এক জরুরী সংবাদ সম্মলনে বলেন, আগামীকাল ২৫ জুলাই কক্সবাজার পৌরসভায় ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন হলে কক্সবাজারে লাগাতার হরতাল ঘোষনা করা হবে।

সরওয়ার কামাল অভিযোগ করেন, আওয়ামী লীগ চট্টগ্রাম, ঢাকা ও বান্দরবান থেকে
বহিরাগত সন্ত্রাসী এনে ভোট ডাকাতির পরিকল্পনা করেছে। তার নেতা কর্মী ও এজেন্টদের হুমকি ধমকি দিয়ে গ্রেপ্তার করা হচ্ছ। এপর্যন্ত অর্ধশতাধিক তার নিরর্বাচনী কর্মীকে গ্রপ্তার করা হয়েছে বলেও জানান।
তাঁর মতে ২৯ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
তিনি অভিয়োগ করে বলেন, খুলনা মেয়র নির্বাচনে ইলেকশন ইন্জিনিয়ারিং করে সারাদেশে পরিচিতি পেয়েছিলেন সেই আব্দুল বাতেন এখন কক্সবাজারে অবস্থান করছে। তিনি কক্সবাজার পৌর নির্বাচনেও ইলেকশন মেকানিজম করে নৌকার প্রার্থীকে জিতিয়ে দেয়ার ষড়য়ন্ত্র করছে বলে জানান তিনি।

সরওয়ার কামাল দৃঢতার সাথে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। আর নির্বাচনে কারচুপি হলে গোটা কক্সবাজারে এক সপ্তার লাগাতার হরতাল চলবে।

তিনি আরো বলেন, নির্বাচনে সন্ত্রাস সৃষ্টির জন্য কক্সবাজারের হোটেলগুলোতে শত শত সন্ত্রাসীরা অবস্থান করছে। তিনি এসব সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের কারণে এখন তিন সহস্রাধিক বিদেশী লোক কক্সবাজারে
অবস্থান করছেন। নির্বাচনে কারচুপি হলে সারা বিশ্বে দেশের বদনাম হবে। কক্সবাজার পৌরসভায় সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
সলবাদ সম্মলনে নাগরিক কমিটির আহবায়ক গোলাম কিবরিয়াসহ নেতারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ