বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিচঢালা সড়কের ভাঙ্গা স্থানে জমে রয়েছে বৃষ্টির পানি, সড়কে চলাচল করছে গাড়ি। গুড়িগুড়ি বৃষ্টির সময় সড়কের জমে থাকা পানিতে হঠাৎ দেখা গেল কয়েকটি জীবন্ত মাছ লাফালাফি করছে।
পিচঢালা সড়কে জীবন্ত মাছ লাফাচ্ছে দেখে সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা থমকে দাড়ায়। আশপাশের দোকানদাররা এগিয়ে এসে সড়ক থেকে তুলে নিয়েছে জ্যান্ত কয়েকটি নওলা মাছ।
রীতিমতো চমকে দেয়ার মতো এমনি ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বালিয়াটি সড়কের ডাকবাংলোর সামনে।
ধরনা করা হচ্ছে, মাছ ব্যবসায়ীরা ড্রামে পানি ভরে তাতে মাছ নিয়ে ট্রাকে করে এ সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা সড়কের ঝাকিতে ট্রাক থেকে মাছ গুলো পরে গেছে।
এ সময় সড়কের পানিতে মাছ দেখে উৎসুক জনতার ভিড় জমে। সড়কে চলাচল কারী যানবাহন থামিয়ে অনেকে মাছ দেখেছে।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম জানায়, সকাল ৯ টার সময় সাটুরিয়া বালিয়াটি সড়কের ডাকবাংলোর সামনের রাস্তা থেকে এসব মাছ ধরা হয়। তবে কোথা থেকে এই মাছগুলো এসেছে সেটা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। খুব সম্ভবত মাছ ব্যবসায়ীরা ড্রামে পানি ভরে তাতে মাছ নিয়ে ট্রাকে করে এ সড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা সড়কের ঝাকিতে ট্রাক থেকে মাছ গুলো পরে গেছে। পরে স্থানীয় রেজাউল করিম মাছ গুলো তুলে নিয়ে পাশ্বের পুকুরে ছেরে দিয়েছে।
রেজাউল করিম জানায়, কয়েকটি নওলা মাছ সড়কের জমে থাকা পানিতে লাফাতে দেখে লোকজনের ভিড় জমে যায়। পরে মাছ গুলো সড়ক থেকে তুলে পাশের পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় দোকানদার অারশেদ অালী জানায়, কয়েকদিন অাগেও সড়কের ভাংঙ্গা স্থানে জমে থাকা পানিতে কয়েকটি জেন্ত মাছ পাওয়া গিয়েছিল। মঙ্গলবার সকালেও বৃষ্টির সময় সড়কের একই স্থানে নওলা মাছ পাওয়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।