Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

হরিণাকুন্ডুতে গহনা চুরির অপবাদ দিয়ে নারীর দেহ তল্লাশি !

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ৩:২৯ পিএম

গহনা চুরির মিথ্যা অপবাদ দিয়ে বোরকা পরা এক নারীর দেহ তল্লাশি করা হয়েছে। এ ঘটনা নিয়ে সভ্য সমাজে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা শহরের দিব্যা জুয়েলার্সের দোকানে। খবর পেয়ে পুলিশ লাঞ্ছিত ওই নারীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। অভিযোগ পাওয়া গেছে, দিব্যা জুয়েলার্সের মালিক বিজয় কর্মকার বোরকাপরা এক নারীকে গহনা চুরির অপবাদ দিয়ে বিবস্ত্র করে তার দেহ তল্লাশি করে। এ ঘটনা নিয়ে হরিণাকুন্ডু জুড়ে হৈচৈ পড়ে যায়। লজ্জা, ক্ষোভ ও অপমানে ওই নারী মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। হরিণাকুন্ডু দোকান মালিক সমিতি সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হরিনাকুন্ডু বাজারের দিব্যা জুয়েলারে গহনা বানাতে আসেন একই উপজেলার শিতলী গ্রামের এক নারী। কিছুক্ষণ পর দিব্যা জুয়েলার্সের মালিক চিথলীয়া পাড়া গ্রামের বিজয় কর্মকার তার দোকান থেকে গহনা চুরি করার অপরাধে ওই নারীকে দোষারোপ করে এবং সোমবার রাত অবধি তাকে দোকানে আটকে রাখে। এক পর্যায়ে পর্যায়ে ওই নারীর বোরকা খুলে দেহ তল্লাশি করে বিজয়। মহিলার চিৎকার চেঁচামেচিতে আশপাশের মানুষ জড়ো হতে থাকে। আস্তে আস্তে জটলা বড়তে থাকে দিব্যা জুয়েলার্সের দোকানে। খবর পেয়ে হরিনাকুন্ডু থানার এ এস আই নাসির উদ্দীন ঘটনাস্থলে এসে দোকানের সিসিটিভির ফুটেজ চেক করেন। ফুটেজে দেখা গেছে হেনস্থার শিকার ওই নারী যেখানে বসেছিলেন সেখানেই আছেন। দোকানের কোন জিনিসে তিনি হাত দেন নি। ফুটেজ দেখার পর বিজয় কর্মকার কোন সদুত্তর দিতে পারেনি। এদিকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বোরকা পড়া নারীর দেহ তল্লাশি নিয়ে ক্ষোভে ফেটে পড়ে জনতা। স্থানীয় পৌরসভার রিন্টু জানান, ওই নারীর উপর অন্যায় করা হয়েছে। হরিনাকুন্ডু বাজার মালিক সমিতির সভাপতি ডাঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারীর দেহ তল্লাশি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ