মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এইডস প্রতিরোধ ও চিকিৎসায় এখনই আরো অতিরিক্ত অর্থ ব্যয় করা সম্ভব না হলে প্রাণঘাতী এ রোগের মহামারীর ঝুঁকি ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে আন্তর্জাতিক এইডস সম্মেলন শুরুর আগে বিশেষজ্ঞরা এ সতর্কতা দিয়েছেন। মার্কিন এইডস গবেষক ও কূটনীতিক মার্ক দিবুল বলেছেন, নতুন নতুন সংক্রমণের ঝুঁকিপূর্ণ হার, এইডসের প্রকোপ বেশি এমন দেশগুলোতে তরুণ ও নতুন দম্পতিরা আক্রান্ত হওয়ায় বিশ্বে মহামারীর মতো এই সঙ্কট শুরু হতে পারে। সম্মেলন শুরুর আগে মার্কিন ওই গবেষক বিশেষ এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, আমাদের কাছে যদি যথেষ্ট পরিমাণে অর্থ না থাকে, তাহলে এ বিপর্যয় ঘটবে।
আন্তর্জাতিক এইডস সম্মেলন-২০১৮ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি এ মুহূর্তে আমস্টারডামে অবস্থান করছেন। ২৩ জুলাই থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ২৭ জুলাই পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।