Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পাবনায় হত্যা মামলায় যুবলীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাবনা স্টাফ রিপোর্টার ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ৪:৫৮ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারকে জেল হাজতে প্রেরণ করেছেন পাবনার বিজ্ঞ আদালত।
সোমবার যুবলীগ কর্মী আলম হত্যা মামলার আসামী রাজিব সরকার পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালত এর বিচারক আবু বাছেদ- এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে সি/ডাব্লিউমূলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়,
বিগত ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলমকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। ঘটনার ১১দিন পর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট সে মারা যায়। এ ঘটনায় আলমের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনায় হত্যা মামলায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ