Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিরুদ-গ্রিজম্যান এক সঙ্গে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

রাশিয়া বিশ্বকাপের ৭ ম্যাচ খেলে কোনো গোল পাননি, জাতীয় দলের হয়ে ২০১৮ সালে খেলেছেন ১২ ম্যাচ, গোল মাত্র দুটি। বিশ্বকাপ জয়ী ফ্রান্সের তারকা স্ট্রাইকার অলিভিয়ের জিরুদের নামের পাশে এমনটাই বাজে পারফরম্যান্স ঝুলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিও তাকে নিয়ে কিছুটা বিপাকে। এবার ফরাসি এই তারকাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। চেলসিকে স্প্যানিশ ক্লাবটি ইতোমধ্যে প্রস্তাবও পাঠিয়েছে। ধারে খেলার জন্য ইংলিশ ক্লাব চেলসি হয়তো ছেড়ে দিতে পারে নিজেকে হারিয়ে খোঁজা ৩১ বছর বয়সী জিরুদকে। জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচে ৩১ গোল করা জিরুদ তাতে ক্লাব সতীর্থ হিসেবে পেতে পারেন অ্যাতলেতিকোর ফরাসি তারকা স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যানকে। যদিও গ্রিজম্যানকে নিয়ে টানাটানি চলছে ইউরোপের বড় ক্লাবগুলোর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ