রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আড়াইহাজারে জমির অধিগ্রহণের মূল্য তিনগুণ দেয়ার দাবিতে গত শনিবার সন্ধ্যায় উপজেলার পাচঁরুখী ঘোষবাড়ীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জমির মালিক অ্যাড. ফজলুল হক ভ‚ঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জমির মালিক আ. হাই চৌধুরী, আ. মালেক, হাসান মাস্টার ও মো. কিরণ ভ‚ঁইয়া প্রমুখ। প্রতিবাদ সভায় পাঁচরুখী, পাঁচবাড়ীয়া পাঁচগাও, টেকপাড়া এলাকার চার-পাঁচশ জমির মালিক উপস্থিত ছিলেন।
সভায় অ্যাডভোকেট ফজলুর রহমান ভ‚ঁইয়া বলেন, আমরা সরকারকে জমি দিতে রাজি আছি। সরকারের নতুন আইন অনুযায়ী জমির মূল্য তিনগুণ দেয়ার কথা রয়েছে। অথচ জেলা প্রশাসনের এলএ শাখা থেকে পুরাতন আইন অনুযায়ী দেড়গুণের নোটিশ দেয়া হয়। ফলে ক্ষোভে ফেটে পড়ে জমির মালিকরা। প্রসঙ্গত, উপজেলার পাঁচরুখী ও পাঁচবাড়ীয়া মৌজায় ৪৯১ একর জমিতে অর্থনৈতিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (কর্তৃপক্ষ) বেজা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।