Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ১১ ট্যাক্সি চালক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম


দক্ষিণ আফ্রিকায় শেষকৃত্য থেকে ফেরার পথে বন্দুকধারীদের গুলিতে ১১ ট্যাক্সি চালকের প্রাণ গেছে। রোববার দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, কেওয়া-জুলু নাতাল শহরে এক সহকর্মী ট্যাক্সি চালকের শেষকৃত্য থেকে জোহানেসবার্গে ফেরার সময় বন্দুকধারীরা হামলা চালালে এ ঘটনা ঘটে। নিহতরা চালকদের সংগঠন গুটেং ট্যাক্সি এসোসিয়েশনের সদস্য ছিলেন। একটি মিনিবাসে করে ফেরার সময় হঠাৎ অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে। কেওয়া-জুলু নাতাল পুলিশের মুখপাত্র জ্য নাইকার বলেন, শনিবার রাত ৮টার দিকে একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। ট্যাক্সি চালকদের বহনকারী গাড়িতে অতর্কিত হামলা হয়েছে। এতে ১১ জন নিহত ও আরো চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ