Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন নির্যাতনের শিকার চার বছরের শিশু

মাদারীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা পায়নি চার বছর বয়সী এক শিশু। শিশুটি মাদারীপুর সদর হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে আর বার বার আঁতকে উঠছে। শিশুর শারিরীক নির্যাতনের এমন ঘটনা ঘটেছে মাদারীপুর পৌর শহরের একটি এলাকায়। ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।
স্থানীয় ও ভূক্তভোগী পরিবারের সূত্র মতে, মাদারীপুর পৌর শহরের তরমুগরিয়া বালু ঘাট এলাকার এনাম মাতুব্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া মিতু বেগমের ঘরে গৃহপরিচারিতার কাজ করতো এক নারী। ওই নারীর সাথে তার চার বছর বয়সী শিশুটিও থাকতো। একই বাসায় কাজ করতো বারেক মাতুব্বর নামে আরো এক ব্যক্তি। গত শুক্রবার দুপুরে মিতু পারিবারিক কাজে তার স্বজনের সাথে বাহিরে যায়। তখন ঘরের ভিতরে ওই গৃহপরিচালিকা ও তার শিশু সন্তান অবস্থান করছিল। হঠাৎ বারেক ঘরে প্রবেশ করে ওই গৃহপরিচালিকে অন্যত্র পাঠিয়ে দেয়। এই সুযোগে বারেক শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাসার ছাদে নিয়ে যায়। এরপরে শিশুকে শারিরীকভাবে যৌন নির্যাতনের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে বাসার ভিতরে থাকা অন্যরা এগিয়ে আসে। তবে এই সুযোগে বারেক পালিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। শিশুর মা অভিযোগ করে বলেন, ‘আমি মিতুর আপার বাসায় অনেক দিন ধরে কাজ করি। ওই বাসায় বারেক আমাকে প্রায়ই কু-প্রস্তাব দিত। কিন্তু আমি তার প্রস্তাবে রাজি না হলে বারেক আমাকে হুমকিও দিত। আমি তার কথা না শুনলে আমার একমাত্র মেয়েটিকে মেরে ফেলতে এই জঘন্য কাজটি করতে চেয়েছিল। এ ঘটনায় আমি বারেকের বিচার চাই।’
এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, ‘আমি লোকমুখে কথাটি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ভুক্তোভোগী শিশুর মা এ বিষয় কিছুই জানায়নি। যদি সে আমাদের কাছে লিখিত অভিযোগ করে, তাহলে আমরা আইনগত অনুযায়ী তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ