Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১১:২৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এ ঘটনায় র‌্যাবের ৪ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মাথা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, বড় ধরনের মাদকের লেনদেন হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মাথা এলাকায় অভিযানে যায়। এ সময় সেখানে ৫-৬ জনকে মাদক লেনদেন করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।
 
র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। তবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁপাইনবাবগঞ্জে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ