বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর মেহেদী বাগের বেসরকারি ম্যাক্স হাসপাতালে শিশু রাইফার মৃত্যুর ঘটনায় এজাহার দাখিলের দুইদিন পর মামলা রেকর্ড করেছে নগরীর চকবাজার থানা। মামলা রেকর্ড না হলে রাইফার পিতা সাংবাদিক রুবেল খানের আমরণ অনশনে যাওয়ার ঘোষণার প্রেক্ষিতে গতকাল (শুক্রবার) দুপুরে মামলা রের্কড করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম দৈনিক ইনকিলাবকে বলেন, মামলায় দন্ডবিধির ৩০৪ (ক), ২০৪, ১০৬ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, মামলা নম্বর ৮। আসামিরা হলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সেনগুপ্ত ও শুভ্র দেব এবং ম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী। গত ১৮ জুলাই থানায় দাখিল করা এজাহারে বাদী অভিযোগ করেন, রোগী ব্যবস্থাপনায় অসম্ভব গাফেলতি, অদক্ষতা, অলসতা ও আন্তরিকতায় মারাত্মক অবহেলা করে চার আসামি শিশুকন্যার মৃত্যু ঘটায়। আসামিরা দায়িত্ব-কর্তব্যের মারাত্মক অবহেলা ও গাফেলতি প্রদর্শনপূর্বক সঠিক রোগ নির্ণয় না করে এবং সঠিক ওষুধ প্রয়োগ না করে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও সেডিল প্রয়োগ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৯ জুন রাতে তার মৃত্যু হয়। এর পর থেকেই চিকিৎসকদের ভুল চিকিৎসা, অবহেলা ও হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছিলেন তার স্বজনেরা। একই অভিযোগ এনে আন্দোলনে নামেন সাংবাদিকসহ পেশাজীবী নেতারা। সরকার গঠিত দু’টি তদন্ত কমিটিও রাইফার পরিবারের অভিযোগের সত্যতা পায়। সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি তাদের প্রতিবেদন কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ম্যাক্স হাসপাতালের ১১টি ক্রটির কথা তুলে ধরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।