Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ ইপিজেডে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ স্মরণে সারাদেশে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে বেপজাধীন ৮টি ইপিজেডে একযোগে ১৯ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি- ২০১৮ শুরু হয়েছে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি ঢাকাস্থ নির্বাহী দপ্তরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বেপজাধীন চট্টগ্রাম, ঢাকা, কর্ণফুলী, আদমজী, কুমিল্লা, উত্তরা, মংলা ও ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপকগণও স্ব-স্ব জোনে একযোগে গাছের চারা রোপণ করে কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির আওতায় বেপজা নির্বাহী দপ্তর ও ইপিজেডসমূহে ফলদ, বনজ, ওষধিসহ বিভিন্ন ধরনের প্রায় ২১ হাজার গাছের চারা রোপণ করা হবে। নির্বাহী দপ্তরে চারা রোপণকালে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান, এনডিসি, সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মিজানুর রহমান, বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকগণসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ