রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ডাকঘরে মাস্টাররোলে পিয়ন পদে কর্মরত মো. আপেল মাহমুদ মলদারে ক্যান্সারে আক্রান্ত হয়ে পপুলার ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যক্ষ ডা: স্বপন কুমার নাথের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডা: স্বপন কুমার নাথের পরামর্শে ১৫ দিন পরপর আপেল মাহমুদকে থেরাপি দেয়া হচ্ছে। আপেল মাহমুদের পরিবারে বৃদ্ধ বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের ভরণপোষণের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি। তার চিকিৎসা চালাতে পরিবারটি এখন ঋণগ্রস্ত। বর্তমানে তার পরিবার অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। অর্থাভাবে নিয়মিত থেরাপি এবং চিকিৎসা নিতে পারছেন না আপেল মাহমুদ। তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসক জানিয়েছেন তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে। এতে প্রায় ১৪-১৫ লাখ টাকার প্রয়োজন। আপেল মাহমুদের বড় ভাই রেজাউল করিম তার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান, বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
রেজাউল করিম
হিসাব নং-৩৫৯৪,
ইসলামী ব্যাংক,
ধাপ শাখা, রংপুর।
বিকাশ ০১৭২৯-৮৯৮১২৩।
রকেট ০১৭২৯-৮৯৮১২৩৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।