Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাসের হারে এগিয়ে মেয়েরা জিপিএ-৫ এ ছেলেরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছাত্রদের থেকে ছাত্রীরা এগিয়ে আছে। আর বেশি জিপিএ-৫ পেয়েছে ছাত্ররা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। উচ্চ মাধ্যমিকে এবার ৬ লাখ ৮০ হাজার ৮৪৮ জন ছাত্র এবং ৬ লাখ ৭ হাজার ৯০৯ জন ছাত্রী পরীক্ষা দেন। এরমধ্যে ৪ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন ছাত্র এবং ৪ লাখ ২৩ হাজার ৮৪৩ জন ছাত্রী পাস করেছেন। ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ। এবার ছাত্রদের থেকে ছাত্রীদের পাসের হার ৫ দশমিক ৮৪ শতাংশ পয়েন্ট বেশি। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৫ হাজার ৫৮১ জন ছাত্র এবং ১৩ হাজার ৬৮১ জন ছাত্রী। এবার ছাত্রীদের থেকে ১ হাজার ৯০০ জন বেশি ছাত্র পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।
ঢাকা বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮৪২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯২৩ জন। পাসের হার ৬৩.৩৭। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৯১৮। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ১৫ জন। পাসের হার ৬৮.৯৫।
রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৭৬ হাজার ২২৯। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৩৪ জন। পাসের হার ৬১.৪০। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৬৩ হাজার ১০১। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৪ জন। পাসের হার ৭২.৬৯।
কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৪৭ হাজার ৮৩১। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৬১ জন। পাসের হার ৬৩.৪৯। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৫৫ হাজার ৮৩৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৮৩ জন। পাসের হার ৬৭.০৮।
যশোর বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৫৬ হাজার ৮২০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১৫৮ জন। পাসের হার ৫৫.৭১। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৫২ হাজার ৮৭২। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৩১ জন। পাসের হার ৬৫.৪৫।
চট্রগ্রাম বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৪৭ হাজার ৬২৮। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩০ জন। পাসের হার ৫৯.৪৭। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৪৯ হাজার ২৩০। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৭৮৩ জন। পাসের হার ৬৫.৮৭।
বরিশাল বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৩১ হাজার ৮১৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩০০ জন। পাসের হার ৬৫.৩৫। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৩০ হাজার ৩৫৬। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৭০ জন। পাসের হার ৭৬.০০।
সিলেট বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৩২ হাজার ৫৬১। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৩৪ জন। পাসের হার ৫৮.৯২। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৩৮ হাজার ৪৮১। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৯ জন। পাসের হার ৬৪.৮১।
দিনাজপুর বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৬২ হাজার ৪৫। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪৪ জন। পাসের হার ৫৬.২২। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৪৬২। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৫৩জন। পাসের হার ৬৪.৫১।
মাদরাসা বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৫৪ হাজার ৭৭০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৬৪ জন। পাসের হার ৭৮.৩৪। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৪৩ হাজার ২৩। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮০ জন। পাসের হার ৭৯.০৯।
কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রের সংখ্যা ৮৩ হাজার ৪৮২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৩৩ জন। পাসের হার ৭২.৯৮। অপরদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৩৪ হাজার ৫১৮। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫২৩ জন। পাসের হার ৮১.৬০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাস

১৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ