Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পোশাক খাতে নতুন বাজার খুঁজতে হবে -এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 ২০২১ সালের মধ্যে দেশের তৈরি পোশাক খাতের রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে নীতি সহায়তা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এছাড়া তৈরি পোশাক খাতের বাজার বহুমুখীকরণ এবং নতুন বাজার খুঁজে দেখার ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কক্ষে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব টেক্সটাইল অ্যান্ড জুট এর এক সভায় এসব কথা জানায় এফবিসিসিআই।
সভায় এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বেসরকারি খাত চালিত বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বিশ্বে একটি রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। যদিও দেশের ব্যবসায়ী স¤প্রদায় নানা প্রতিক‚লতার মাঝে তাদের ব্যবসায়িক কর্মকাÐ চালিয়ে যাচ্ছেন। তবুও আগামী বছরগুলোতে দেশের অর্থনীতি আরো বলিষ্ঠ অবস্থানে পৌঁছাতে পারবে।
সভায় স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইনচার্জ হেলেনা জাহাঙ্গীর কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করে বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত রফতানির যে সুবিধা হারাবে তা মোকাবিলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ জরুরি। দেশের তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণের ওপরও জোর দেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহসভাপতি মোঃ মুনতাকিম আশরাফ, পরিচালক শফিকুল ইসলাম ভরসা, আবু মোতালেন, আমজাদ হোসেন, হাফেজ হারুণ অর রশিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফবিসিসিআই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ