Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সানুর চিকিৎসায় সাহায্যের আবেদন

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

কান্না থামছে না সানুর। বাঁচার আকুতি নিয়ে সবার দিকে ভেঁজা চোখে ফ্যাল ফ্যাল করে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে সারাক্ষন। মায়ের কোলে বসে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায় সে। বাবা-মায়ের আদরের সানু দুরারোগ্য পলিআর্থাইটিস নোডোসা (প্যান) রোগে আক্রান্ত। হঠাৎ হাত-পায়ে মাংসপেশী ফুলে যায়। ঘা হয়ে ক্ষত-বিক্ষত শরীরে প্রচন্ড ব্যথায় চিৎকার করে কাঁদে সব সময়। ৩ বছর বয়সে তার শরীরে এসব লক্ষন দেখা দিলে রংপুর মা ও শিশু ক্লিনিকের চিকিৎসকের পরামর্শে সানুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে ভর্তি করা হয়। দীর্ঘ ৪ বছর ধরে চিকিৎসা ব্যয় বহন করতে জমি-জমা বিক্রি করে স্বর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব হয়েছে তার বাবা। মেয়ের চিকিৎসার জন্য সামান্য বেতনের দারোয়ানের চাকুরীও ছেড়ে দিয়েছেন। এখন সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে মেয়ের চিকিৎসার খরচ যোগাচ্ছেন। কিন্তু তা কতদিন? সানুকে ১৮ বছর পর্যন্ত চিকিৎসা চালনোর পরামর্শ দিয়েছেন ডাক্তার। প্রতিমাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় করার মতো আর্থিক সামর্থ্য নেই সানুর বাবার।
উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের ধরনীবাড়ি তেলিপাড়া গ্রামের সাইফুল ইসলাম রানার মেয়ে সানু (৭)। সানুর বাবা সহায় স্বম্বল সব শেষ করেও মেয়েটাকে বাঁচাতে পারছে না বলেই হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদে বলেন সবার সাহায্য পেলে সানু সুস্থ্য হবে । এ সময় বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে। তিনি সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট সবার প্রতি মেয়ে চিকিৎসায় এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানানা।
সাহায্য পাঠানোর ঠিকানা
ইসমোতারা বেগম, সঞ্চয়ী হিসাব নং- ০০২০৪৮১৪৯, সোনালী ব্যাংক লিঃ, সঞ্চয়ী হিসাব নং- ১৮৭৬৬৬ জনতা ব্যাংক লিঃ উলিপুর কুড়িগ্রাম। সানুর বাবা ঃ মোবাইল ও বিকাশ নং- ০১৭১০৫৪৭৮৭৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাহায্য


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ