Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম’ মানববন্ধন করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তারা এই মানববন্ধন করে।
মানববন্ধনে ফোরামের আহŸায়ক অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক মো. কামরুল আহসান, অধ্যাপক মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক সোমা মমতাজ, ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বলেন, ‘নরম সুরে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের টনক নড়ে না। তারা চায় বিএনপি জ্বালাও পোড়াও করুক। কিন্তু শুধু মুখের বুলিতেই খালেদা জিয়াকে মুক্ত করা আর সম্ভব নয়। দরকার একটি গণ আন্দোলন। সে জন্য সকলকে মাঠে নামার আহবান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ