পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী-২০১৮ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী অন্যান্য বছরের ন্যায় এ বছরও বৃক্ষ রোপণের ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আর এ উপলক্ষে ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক গতকাল বুধবার বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০১৮এর শুভ উদ্বোধন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের পরিচালকগণ এবং উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট সমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।