Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর পারফরম্যান্সে ফিরেছেন কৌতুক অভিনেতা কাজল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

 দীর্ঘদিন ধরে মিডিয়াতে কৌতুকাভিনেতা হিসেবে কাজ করছেন ঝিনাইদহের অভিনেতা কাজল। জনপ্রিয় এই কৌতুকাভিনেতা দীর্ঘ পঁচিশ বছর পর দক্ষিণ কোরিয়ায় শো করতে যাচ্ছেন। সেখানে আগামী ২২ জুলাই প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে তিনি ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এমন একটি শো’তে নিমন্ত্রণ পেয়ে আনন্দিত কাজল। কাজল বলেন, ‘১৯৯৩ সালে প্রথম এবং শেষবারের মতো দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলাম স্টেজ শো’তে পারফর্ম করতে। দীর্ঘদিন পর আবার সেখানে যাচ্ছি। অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আশা করছি, এবারের শো অনেক ভালো হবে। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দীর্ঘদিন ধরে সেখানে এই অনুষ্ঠানটি করার চেষ্টা করছিলেন। অবশেষে তা হতে যাচ্ছে এবং আমারও ভালো লাগছে যে আমি সেখানে অংশ নিতে পারছি।’ কাজলের বাবা রাম গোপাল মৌলিক ভালো তবলা বাজাতেন, মা মিনতি রানী মৌলিক ভালো গান গাইতেন। তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতির প্রতি কাজলের ঝোক ছিলো ছোটবেলা থেকে। কৌতুকাভিনয়ে কাজলের গুরু বা অণুপ্রেরণা প্রয়াত খান জয়নুল। তারসঙ্গে কাজলের দেখা না হলেও তাকেই তিনি গুরু মেনে তার অভিনীত সিনেমা দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করে করেই কৌতুকাভিনেতায় পরিণত হয়েছেন। বিটিভিতে প্রচারিত শহীদুল হক খানের ‘রংধনু’তে কাজল প্রথম পারফর্ম্যান্স করেন। এরপর ‘কথার কথা’, ‘রং বেরং’, ‘সাত সতেরো’, ‘শুভেচ্ছা’সহ আরো অনেক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে পারফর্ম্যান্স করেছেন। কাজল অনায়াসে স্বীকার করেন হানিফ সংকেত’র ইত্যাদিতেও তিনি একবার পারফর্ম্যান্স করার সুযোগ পেয়েছিলেন। তার আজকের অবস্থানের নেপথ্যে বিটিভির প্রযোজক শেখ রিয়াজ উদ্দিন বাদশারও যথেষ্ট অবদান রয়েছে। কাজলের অভিনয়ের প্রথম অডিও ক্যাসেট ছিলো ‘হে আবুল’। এরপর ‘পাগলীর প্রেমে কাজল’, ‘কাজলের বিয়ে’সহ প্রায় সত্তরটি ক্যাসেট প্রকাশিত হয়েছে। এহতেশাম নির্দেশিত ‘চোখে চোখে’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। এরপর তিনি এহতেশামেরই ‘চাঁদনী রাতে’সহ ‘টাকার অহংকার’, ‘এক পলকে’, ‘সেই তুফান’সহ আরো বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ১৯৬৭ সালের ২ জুলাই জন্মনেয়া কাজলের এক ছেলে প্রাঞ্জল ও এক মেয়ে প্রিয়সী। দক্ষিণ কোরিয়ায় শো শেষে ২৪ জুলাই দেশে ফিরবেন কাজল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা কাজল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ