প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : দেশের সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকতার বিকাশে অগ্রণী ভ‚মিকা পালনের স্বীকৃতি স্বরূপ ১২ জন গুণী সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে ইমপ্রেস টেলিফিল্মের বিনোদন পাক্ষিক আনন্দ আলো। ১লা বৈশাখ ১৪২৩ পত্রিকাটির এক যুগপূর্তি উপলক্ষে সন্ধ্য্য ৭টায় চ্যানেল আই প্রাঙ্গণে এক তারকামেলায় তাদেরকে আনন্দ আলো সম্মাননা প্রদান করা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে এই তারকামেলায় সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তিদেরকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং ইমপ্রেস গ্রæপের চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক আবদুর রশিদ মজুমদার। সম্মাননা প্রাপ্তরা হলেন: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, গোলাম সারওয়ার, মতিউর রহমান চৌধুরী, সুবর্ণা মুস্তাফা, আরেফিন বাদল, শাজাহান চৌধুরী, শহিদুল হক খান, চিন্ময় মুৎসুদ্দী, অরুণ চৌধুরী, আবদুর রহমান, কানিজ আলমাস খান ও মাজহারুল ইসলাম। দর্শকদের হাতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। আরো বক্তব্য রাখেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রæপের চেয়ারম্যান ও চ্যানেল আই-এর পরিচালক আবদুর রশিদ মজুমদার। অনুষ্ঠানের শেষ পর্বে আনন্দ আলোর যুগ শুরু সংখ্যার প্রচ্ছদমুখ বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে আনুষ্ঠানিকভাবে সংখ্যাটি উপহার দেয়া হয়। এসময় রেজওয়ানা চৌধুরী বন্যা আনন্দ আলোর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, কনকচাঁপা, ইবরার টিপু, অনিমা রায়সহ নবীন প্রবীণ শিল্পীরা সঙ্গীত পরিবেশ বরেন। আরো ছিল চ্যানেল আই-আড়ং ডেইরি বাংলার গান প্রতিযোগীদের মনোমুগ্ধকর পরিবেশনা। এছাড়া নাট্যদল এথিকের একটি নাটক এই মেলায় মঞ্চস্থ হয়। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন মৌসুমী বড়–য়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।