Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার জামিন ২৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে আগামী ২৪ জুলাই পর্যন্ত জামিন বৃদ্ধি করেছেন আদালত। মঙ্গলবার পুরান ঢাকার বকশিবাজারস্থ অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালত আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। বেলা ১১টা ৭ মিনিটের দিকে বিচারক এজলাসে উঠলে মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতে আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি জানিয়ে জামিন বৃদ্ধির আবেদন করেন।
মামলার আসামি মনিরুল ইসলাম খান আদালতে হাজির ছিলেন। তবে আরেক আসামি জিয়াউল ইসলাম মুন্না আদালতে হাজির হতে না পারায় তারও জামিন বৃদ্ধির আবেদন করেন তার আইনজীবী। দুদকের পক্ষে মীর আবদুস সালাম একটি সংক্ষিপ্ত ধার্য তারিখ দেয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৪ জুলাই ধার্য করেন। এদিন খালেদা জিয়ার পক্ষে জিয়া উদ্দিন জিয়া, নুরুজ্জামান তপন, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল শুনানি অব্যাহত
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অব্যাহত রয়েছে। ৪য় দিনের মতো শুনানি শেষ হয়। আজ (বুধবার) ফের শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ পরবতী শুনানি জন্য এ দিন ঠিক করে আদেশ দেন।
এর আগে গত সোমবার আপিল শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী শুনানিতে এ জে মোহাম্মদ আলী বলেন, ২০০৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় মাইনাস টু থিওরি বাস্তবায়ন করার জন্য এ মামলার সূচনা হয়। রোববার আবদুর রেজাক খান বলেছিলেন, মামলার বাদী ও প্রথম সাক্ষী হারুন অর রশিদ ছাড়া আর কোনো সাক্ষী খালেদা জিয়ার বিরুদ্ধে বলেনি। এ মামলার প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা নুর আহম্মদ যে অনুসন্ধান রিপোর্ট আদালতে দাখিল করেছিলেন সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু আসেনি। সেই অনুসন্ধান প্রতিবেদনের বিষয় বস্তুর ভিতরে খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু ছিলনা।
গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে আবদুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকে খুরশীদ আলম খান। এসময় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, সানা উল্লাহ মিয়া, মোহাম্মদ ফারুক হোসেন, মির্জা আল মাহমুদ, এ কে এম এহসানুর রহমান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আইয়ুব আলী আশ্রাফী প্রমুখ। গত ১২ জুলাই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয়।
গত ৯ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি পিছিয়ে আগামী ১২ জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। ওই দিন আদালত বলেছিলেন, ১২ জুলাই সকাল সাড়ে ১০টায় শুনানি শুরু হবে। কোনো পক্ষ থাকুক আর না থাকুক, ওইদিন শুনানি শুরু করা হবে।
গত ৮ ফেব্রুয়িারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ড দেন। গত ১৬ মে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন, তা ৩১ জুলাইয়ের মধ্যে নিস্পত্তির নির্দেশ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ