Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

প্রকাশিত হয়েছে শেখ মহসীনের তৃতীয় একক অ্যালবাম ময়না

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জি-সিরিজের অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হলো শেখ মহসীন তৃতীয় একক অ্যালবাম ‘ময়না’। সম্প্রতি অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার শহীদুল্লাহ ফরায়াজী, হাসান মতিউর রহমান, গীতিকার দেলোয়ার আরজুদা সরফ, ইব্রাহিম ফাতেমি, সঙ্গীত পরিচালক বাসু দেব ও কণ্ঠশিল্পী ধ্রæব গুহ প্রমুখ। অ্যালবামটি আটটি গান দিয়ে সাজানো হয়েছে। গানগুলোর শিরোনাম হলো ময়না, ভাসাওরে মন, চিন্তায় চিন্তায়, মায়া, দুই নয়নের জল, শোন না রে, প্রেমের ঢেউ ও আল্লাহ তোমায়। এরইমধ্যে এই অ্যালবামের টাইটেল সং ময়নার মিউজিক ভিডিওটি ইউটিউবে কয়েক লাখ দর্শক দেখেছেন। অ্যালবামের গানগুলো লিখেছেন বাউল মুখলেস সরকার, অভিজিত দাস জিয়া উদ্দিন জিয়া ও কণ্ঠশিল্পী নিজে। সুর করেছেন শেখ মহসীন নিজে, পৃথ্বিরাজ ও বাউল মুখলেস সরকার। সঙ্গীতায়োজন করেছেন সচি শামস। শেখ মহসীন বলেন, ভাবিনি ময়না গানটি এতোটা আলোচনায় চলে আসবে। আমি আমার ভক্তশ্রোতা দর্শকের কাছে কৃতজ্ঞ যে তারা আমার গানটি পছন্দ করেছেন। সবার কাছে অনুরোধ থাকবে আমার তৃতীয় অ্যালবামটি শোনার জন্য। আশা করি, সবগুলো গানই ভালো লাগবে। উল্লেখ্য, শেখ মহসীনের আগের দুটি অ্যালবাম হচ্ছে পাহাড় সমান দুঃখ আমার ও একলা ভালোবাসি। প্রথমটি ২০০২ সালে এবং পরেরটি ২০০৯ সালে বাজারে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত হয়েছে শেখ মহসীনের তৃতীয় একক অ্যালবাম ময়না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ