Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

 প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছ থেকে মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সিএজিকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জাকির হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, এম হাফিজ উদ্দিনসহ সাবেক কয়েকজন সিএজি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থ বিভাগের সচিব মুসলিম চৌধুরীকে গত রোববার মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে নিয়োগ দেয় সরকার। গত ২৭ এপ্রিল সিএজি মাসুদ আহমেদ অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য ছিল। পরে গত রোববার সাংবিধানিক পদটিতে মুসলিম চৌধুরীকে নিয়োগ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিচারপতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ