Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ অভিনেত্রী উর্মিলার জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আজ টিভি অভিনেত্রী উর্মিলার শ্রবন্তী করের জন্মদিন। জন্মদিন উপলক্ষে সকাল ১০.৪০ মিনিটে আরটিভির ‘তারকালাপ’-এ অংশ নিবেন তিনি। এরপর উর্মিলা মায়ের সঙ্গেই সময় কাটাবেন বলে জানান। আগামীকাল তিনি তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে যাবেন বাবার স্মৃতি স্তম্ভ’র কাছে। উর্মিলা বলেন, ‘দেখতে দেখতে বাবাকে ছাড়া দুটো জন্মদিন পেরিয়ে যাচ্ছে। বাবাই ছিলেন আমার জন্মদিনের কেন্দ্রবিন্দু। বাবা নেই, সব কেমন যেন শূন্য শূন্য লাগে। খুব একা মনে হয়। ভীষণ মিস করি বাবাকে। জন্মদিন এলেই মন খারাপ হয়ে যায়। তারপরও সবার কাছে আশীর্বাদ কামনা করি, যেন ভালোভাবে কেটে যায় দিনটা।’ এদিকে উর্মিলা শ্রাবন্তী কর বিগত তিন/চারদিন এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য একটি ঈদ ধারবাহিক নাটকে অভিনয় করছেন। এছাড়া এরমধ্যে তিনি আগামী ঈদের জন্য বি ইউ শুভ, সীমান্ত সজল, অনন্য ইমন এবং সাইফুলের ঈদ নাটকের কাজ শেষ করেছেন। উর্মিলা বলেন, ‘অনেক স্ক্রিপ্টই আসছে প্রতিনিয়ত। চেষ্টা করছি ভালো ভালো গল্পের নাটকগুলোতে কাজ করার। বিশেষ করে আমার চরিত্রের প্রতি আমি মনোযোগ দিচ্ছি। নিজেকে ভাঙ্গা যায় এমন চরিত্রগুলোই করার চেষ্টা করছি। আশা করছি, আগামী ঈদে আমাকে আরো ভালো কিছু কাজে দেখতে পাবেন দর্শক।’ আপাতত ঈদ নাটক টেলিফিল্মের কাজ নিয়ে উমির্লা ব্যস্ত থাকলেও তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। যেমন ‘সোনার শেকল’, ‘কাগজের ফুল’, ‘প্রেম নগর’,‘কর্পোরেট’ ইত্যাদি। আগামী ঈদের পর আবারো এসব ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন তিনি নতুন করে সিডিউল দিয়ে।



 

Show all comments
  • amin mahmud ১৮ জুলাই, ২০১৮, ১১:৫০ পিএম says : 0
    HAPPY BIRTH DAY !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উর্মিলার জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ