Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়ার ড্রপ পদ্ধতি বাতিল ও ক্রেডিট ফি কমানোর দাবিতে পাবিপ্রবি’র শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল।

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ৬:০৫ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়ার ড্রপ পদ্ধতি বাতিল ও ক্রেডিট ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে । গত সোমবার তারা পাবিপ্রবির ক্লাস বর্জন করে প্রধান গেটে তালা ঝুলিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল করে। আজ মঙ্গলবার ক্যাম্পাসে ফের বিক্ষোভ মিছিল বের করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষায় নির্ধারিত সিজিপিএ মার্কস না পেলে ইয়ার ড্রপের বিধান করেছেন। এ ছাড়াও ক্রেডিট ফি ৭৫ টাকার পরিবর্তে ৩শত টাকা করা হয়েছে। পাবিপ্রবি’র সাবেক প্রক্টও এবং বর্তমান শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয় বলেন, শিক্ষার্থীদের কতিপয় দাবির পরিপ্রেক্ষিতে এই অনভিপ্রেত ঘটনা ঘটছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত বিষয়টির সমাধান করতে পারবে। পাবিপ্রবি’র ডীন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডীন খাইরুল আল ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি স্যারের বরাবর স্মারক লিপি প্রদান করেছেন। এ ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিধিসমূহ দেখা হচ্ছে। প্রয়োজনে এই বিশ্ববিদ্যালয়ের বিধি সংশোধন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ