Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারবহির্ভূত হত্যা আমরা করি না -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ২:০১ পিএম

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশে কোনও গুম হচ্ছে না। যেগুলোকে আপনারা গুম বলছেন, সেগুলো আসলে গুম না। আমরা কিন্তু তাদের ধরে সামনে আনছি। কেউ প্রেমে ব্যর্থ হয়ে গুম হয়ে যান, কেউ ব্যবসায় ব্যর্থ হয়ে গুম হয়ে যান। আবার দুইজনের মন মিল হয়ে গেলে এক হয়ে যান। এসব লোকজনকে আমরা কোথায় পাবো? তারপর আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের জানা মতে বেশিরভাগ গুমই এরকম। আর বিচারবহির্ভূত কোনও হত্যা আমরা করি না।’
বন্দুকযুদ্ধে টেকনাফের নিহত কাউন্সিলর একরামুলের যে কথোপকথন প্রকাশ হয়েছে সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সেটা আমাদের তদন্তে আছে। আমি যতটুকু জানি আপনারাও ততটুকু জানেন। তদন্ত হচ্ছে যেই এটার সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবো। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এইটুকু যে অন্যায় করবে তার বিচার হবে। সবার জন্য আইন সমান।’
তিনি আরও বলেন, ‘ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত যাতে নির্ভুল হয় সেই লক্ষ্যে কাজ করছে। আমি এটুকু বলতে পারি তদন্ত রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা এবং যদি প্রয়োজন পড়ে বিচারিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। এখানে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’
মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না দাবি করে মন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। পুলিশ এমনকি সংসদ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এমন কিছু করতে চাই না যাতে নিরীহ ব্যক্তি আক্রান্ত হয়। ৫টি গোয়েন্দা সংস্থাকে তাগাদা দিয়ে মাদক ব্যবসায়ীর তালিকা করিয়েছি। যাদের নাম কমন পড়ছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



 

Show all comments
  • Nannu chowhan ১৭ জুলাই, ২০১৮, ৩:৪৩ পিএম says : 0
    Apnara korenna,kinto tahole kara kore tader ayner aowtai ana daitto to apnanader tai noy ki?
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৮ জুলাই, ২০১৮, ৯:৫৫ এএম says : 0
    স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, বিচারবহির্ভূত কোন হত্যা হচ্ছে না। আমার মনে হয় তিনি সঠিক বলেছেন ওনার দিক থেকে। এরপর সাংবাদিক টেকনাফের নিহত কাউন্সিলরের কথা উঠালে তিনি সেটা তদন্তে রয়েছে বলে ডিআইজি মিজানের প্রসঙ্গ টেনে বলেন অভিযোগ পেলে সেইভাবে ব্যাবস্থা নেয়া হয়। তিনি জোড়ের সাথে বলেন ‘তিনি কাউকে ছাড় দিচ্ছেন না।‘ আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কথার জবাব ঠিকমতই দিয়ে থাকেন কিন্তু সাংবাদিকরা ওনার কথার সত্যতা জাচাই করেন না… ফলে আমরা যারা নিয়ম মেনে চলতে চাই তারা মনেকরি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন মানে তিনি সঠিক পথে আছেন সেটাই আমরা লিখনির মাধ্যমে বুঝে থাকি… মাদক নির্মূলের যুদ্ধে একটা ঘটনা ঘটেছে সেটা উচ্চপদস্থ সবাই মেনেছেন এবং এর উপর তদন্ত অব্যাহত রয়েছে। হয়ত এই তদন্ত চলতেই থাকবে… তারপরও বলতে হবে পুলিশ ভুল করেছে তাই তদন্ত চলছে… হত্যা গুম নিয়ে অন্যের করা নাটকও পুলিশের ঘাড়ে সাংবাদিকরা চাপিয়ে দেন… এটা আমি পত্রিকা মাধ্যমে দেখে আসছি কিন্তু তদন্ত করে সেটা মন্ত্রী যা বললেন সেটাই প্রমাণ হয়… তাহলে এখানে পুলিসকে খামোখা কেন ঢালাও ভাবে দায়ি করা হচ্ছে এটা কি সাংবাদিকদের উপর একটা প্রশ্নের উদ্রেক হচ্ছে কিনা সেটা বুঝা দরকার নয় কি??? আল্লাহ্ আমাদেরকে বাস্তবতা বুঝার ও সেইভাবে চলার ক্ষমতা দান করুন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ