রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে হেলেনা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত হেলেনা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার দুপুরে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের ভাই জিয়াউর রহমান বাদি হয়ে শ্বশুর,শ্বাশুরী, স্বামী, দেবর ও ননদসহ ৬ জনের নামে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হেলেনার স্বামী আবুল বাশার মালেককে গ্রেফতার করে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। নিহতের ভাই জিয়াউর রহমান বলেন, গত ৭ মাস আগে উপজেলার গোবিন্দপুর গ্রামের হিরা মিয়ার ছেলের সঙ্গে পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে হেলেনার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ আবুল বাশারকে ৫০ হাজার টাকা ও অন্যান্য মালামাল দেয়া হয়। এরপরও হেলেনার নিকট আরো ৫০ হাজার নগদ টাকা ও স্বর্ণের চেইন যৌতুক চায়। হেলেনার পরিবার দরিদ্র বিধায় যৌতুকের টাকা না দেওয়ায় বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শ্বাশুরী, দেবর, ননদ হেলেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত শুক্রবার দুপুরে হেলেনার স্বামীর বাড়ির লোকজন হেলেনার বাবার বাড়িতে খবর দেয় হেলেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হেলেনার পরিবারের অভিযোগ যৌতুক না দেওয়ায় স্বামী, শ্বশুর, দেবর ও ননদ মিলে হেলেনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে প্রচার করে হেলেনা আত্মহত্যা করেছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান জানান, আত্মহত্যার পরোচনার অভিযোগে স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।