Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখনো ষড়যন্ত্র চলছে, চোখ কান খোলা রাখবেন -মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ যুগে-যুগেই ষড়যন্ত্রের শিকার হয়েছে। তৃণমুল নেতা-কর্মীদের প্রবল প্রতিরোধ প্রতিরোধেই এই ষড়যন্ত্রকারীরা ভেসে গেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। চোখ কান খোলা রাখবেন।
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা ছিল বলেই আজ বাংলাদেশের এত উন্নয়ন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের চিত্র তুলে ধরে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনগণকে বুঝাতে হবে শেখ হাসিনা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। দলের মন্ত্রী, এমপিদেরও তিনি ছাড় দেননি। আইনের শাসন প্রতিষ্ঠা, জঙ্গী দমন ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ- শেখ হাসিনার মতো দৃঢচেতা নেতার পক্ষেই সম্ভব।
বিএনপিকে উদ্দেশ্যে করে নাসমি বলেন, পালিয়ে যাবেন না। আসুন নির্বাচনে অংশ নিন। বিশ্বকাপ ফুটবলের উদ্ধৃতি দিয়ে বলেন, ফাউল করবেন না। তাহলে লাল কার্ড পাবেন। ডিসেম্বরের খেলাতেও শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরাই জয়ী হবো
শেখ হাসিনার কারান্তরীণ ও গণতন্ত্রের অবরুদ্ধ দিবস উপলক্ষে আয়োজিত সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নুরুল আমিন রুহুল, ডা: দিলীপ রায়, এ কে আজাদ, হেদায়েতুল ইসলাম স্বপন, কাজী মোর্শেদ কামাল, অ্যাড. সানজিদা খানম এমপি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহাম্মদ নাসিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ