Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর গলাচিপায় ২ লক্ষাধিক বাগদা রেনু পোনা সহ আটক ৩

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ৪:১৯ পিএম

পটুয়াখালীর গলাচিপায় বিপুল পরিমাণ বাগদা চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার রতনদি তালতলী এলাকা থেকে ট্রাক বোঝাই ২৬ পাতিলে ২ লাখ ২৬ হাজার বাগদা চিংড়ি রেনু জব্দ করে গলাচিপা থানা পুলিশ। যার মূল্য ৬ লাখ ৭৮ হাজার টাকা। এ সময় ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়। এ বাগদা চিংড়ি রেনু বাগেরহাটে যাচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ আটক তিনজনের প্রত্যেককে এক মাস করে কারাদান্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে, মো. নাজমুল আলম, নাজমুল ইসলাম ও গাড়ির চালক আল আমীন মল্লিক। এদের বাড়ি খুলনা, পিরোজপুর ও বাগেরহাট জেলায়। পুলিশ জানায় আটককৃত রেনু পোনা পরে রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগদা রেনু পোনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ