Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় মাতামুহুরি নদীতে নিখোঁজ ৫ শিক্ষার্থীর চার জনের লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৮, ৯:২৩ পিএম

চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে স্থানীয় গ্রামার স্কুলের নিখোঁজ ৫ মেধাবী শিক্ষার্থীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত আটা পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা সম্বব হয়েছে।

এতে রয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সন্তান ১০ম শ্রেণীর ছাত্র সাজ্জাদ যাওয়াদ, ওই বিদ্যালয়ের শিক্ষিকা জুলি ম্যাডামের ছেলে ১০ শ্রেণীর ছাত্র তৃণ ভট্টাচ্য, স্থানীয় আনোয়ার শপিং এর মালিক আনোয়ার হোসেনের ২ সন্তান আমিনুল হোসাইন ১০ ম শ্রেণী ও মেরাজ হোসাইন ৮ ম শ্রেণী এবং শওকত আলমের ছেলে ১০ শ্রেণীর ছাত্র ফরহাদ বিন শওকত।

জানাগেছে বিকেল ৪ টায় মাতমুহুরী ব্রীজের দক্ষিণ পাশে বল খেলার পর গ্রামার স্কুলের ৬ শিক্ষার্থী মিলে মাতামুহুরী ব্রীজের নিচে মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে ৫ জন নিখোঁজ হয়েযায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে ৬ জনের একজন কোনমতে কুলে উঠতে পারলেও অন্য ৫ জনের শলীল সমাধী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরির দল এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানাগেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চকরিয়ায় মাতামুহুরি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ