Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর বংশালে গতকাল শুক্রবার আফরোজা আক্তার (২২) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আফরোজা বংশাল থানাধীন ৪০/এ আবদুল হাদী লেনের বাসায় কাজ করত।
গৃহকর্তার ছেলে শাহীনের দাবি, গতকাল বিকেলে ৭তলা ভবনের ছাদে কাপড় আনতে গিয়ে নিচে পড়ে যায় আফরোজা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বংশাল থানার এসআই চিত্তরঞ্জন বলেছেন, আফরোজার মৃত্যুটি রহস্যজনক। গত ৩ বছর ধরে ওই বাসায় কাজ করত আফরোজা। এ ঘটনায় গৃহকর্তার ছেলে শাহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আফরোজার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহতের গ্রামের বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন কফিলা এলাকায়। বাবার নাম আনসার আলী। এ ঘটনায় বংশাল থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ