প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ঈদে টেলিভিশনে যতগুলো নাটক প্রচারিত হয়েছে তার মধ্যে দর্শক গ্রহণযোগ্যতা ও আলোচনায় এগিয়ে রয়েছে ‘মেন্টাল ফ্যামিলি’। টেলিভিশন দর্শক মূল্যায়নের একক টি.আর.পি তে দেখা যায় প্রায় ৩৫০/৪০০ ঈদের নাটকের মধ্যে নাটকটির অবস্থান ৯ম। অন্যদিকে ইউটিউব পর্যালোচনা করে দেখা যায় খুব কম সময়ে অর্থাৎ ২ সপ্তাহ যেতে না যেতেই নাটকটির ভিউজ দাঁড়িয়েছে প্রায় ৫২ লাখ। যা গত ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে সর্বোচ্চ। নাটকটির নাট্যকার বৃন্দাবন দাস বলেন, আমি যখন নাটক লিখি প্রতিটি নাটকই আমার কাছে সন্তানের মতো, চেষ্টা থাকে যেন সব নাটকই ভালো হয়। কোন নাটক দর্শক কেমন ভাবে নেবে সেটা বলা মুশকিল, তবে ‘মেন্টাল ফ্যামিলি’র ব্যাপারে আমি বেশ আশাবাদী ছিলাম। তার মূল্যায়নও পেলাম। খুব ভালো লাগছে দর্শকের এত এত মন্তব্য দেখে। পরিচালক দীপু হাজরা বলেন বৃন্দাবন দাস দাদার লেখা নাটক পাবার জন্য অধির আগ্রহে এক বছর অপেক্ষা করি। দাদার লেখা মানে আমার জন্য আনন্দের। আমি নাটকের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই একটি সার্থক নাটক উপহার দেয়ার জন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।