প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পারিবারিক ব্যস্ততা এবং স্বামীকে নিয়ে আলাদা ফ্ল্যাটে সংসার শুরু করার পর নায়িকা মাহিয়া মাহি আবার চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠতে চাচ্ছেন। এ নিয়ে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কিছু সহাসী কথাও বলেছেন। তিনি বলেছেন, চরিত্রের সঙ্গে যায় এমন স্বল্প পোশাক পরতে তার কোন আপত্তি নেই। এমনকি ঘনিষ্ট দৃশ্যে অভিনয়েও আপত্তি নেই। তার মতে, আমি বাসায় যে ধরণের পোশাক পরি, পর্দায়ও তেমন পোষাকই পরি। তাই খুব একটা পার্থক্য দেখি না। আর ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করতে গিয়ে লজ্জাবোধ করার তেমন কারণও নেই। অভিনয়ে লজ্জার কিছু নেই। তিনি বলেন, আমার সঙ্গে যেসব হিরো কাজ করেছেন তারা প্রত্যেকেই বেশ প্রফেশনাল। অভিনয়ের সময় আমি চরিত্রেই ডুবে থাকি। চরিত্রের প্রয়োজনে সব করতে পারি আমি। তাই বলে ডিরেক্টরের এমন কোনো অনুরোধ রাখতে পারবো না, যা আমার সঙ্গে বেমানান। উল্লেখ্য, চলচ্চিত্রে আসার আগে মাহি একসময় বিয়ের মঞ্চে নাচতেন। ফলে সিনেমায় তিনি যে কোন পরিস্থিতিতে তিনি স্বাবলীল থাকতে পারবেন, এমনটাই স্বাভাবিক। মাহি মনে করেন, অভিনয় তার পেশা। পেশাগত জায়গা থেকে তিনি অভিনয়ের জন্য সব করতে পারেন। তবে নিজের সঙ্গে বেমানান এমন কিছু নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।