Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ২:৪৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় বঙ্গবন্ধুসেতু পূর্ব-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার রসুলপুর গ্রামের কালুমিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও নাতি আহাদ (৪)। আহাদ সুবুর মিয়ার ছেলে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান যুগান্তরকে জানান, সুফিয়া বেগম ও তার নাতি কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকার ইয়াসিনের বাড়িতে বেড়াতে আসেন।

সকালে সুফিয়া বেগম তার নাতি আহাদকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় দাদি-নাতির মৃত্যু হয়ে ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই নুর এ আলম যুগান্তরকে জানান, ট্রেনে কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে ঘটনার পরই লাশ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা পড়ে মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ