Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক কারণেই খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে -ডাঃ ইরান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

রাজনৈতিক কারণে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, শেখ হাসিনা ভোটাবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসার দাবানল ছড়িয়ে দিয়েছে। রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় বেগম জিয়াকে বন্দি করে রেখেছে। রাজনৈতিক কারণেই বেগম জিয়াকে দলবাজ বিচারপতিদের দিয়ে হয়রানী মূলক সাজার মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। গতকাল (বৃহস্পতিবার) সাকালে বনানী চাইনিজ রেস্তরায় ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, সরকার একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে দলীয় কর্মী বাহিনীর ন্যায় বিরোধী শক্তিকে মোকাবেলা করে পুনরায় ক্ষমতা দখলের মরণ নেশায় মেতে উঠেছে আওয়ামী লীগ। তারা জনগণকে ভোট ও ভাতের অধিকারকে ভুলন্ঠিত করে গণতন্ত্রের মোড়কে ডিজিটাল বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। তাই জনগণকে সাথে নিয়ে গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গ্রহনযোগ্য নির্বাচনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
ঢাকা উত্তর সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, তানভির হোসাইন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ