Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফর হিয়ার অর টু গো?

| প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ভাগ্যান্বেষণে ভারত থেকে সিলিকন ভ্যালীতে আগত সফ্টঅয়্যারে দক্ষ তিন তরুণের প্রতিকূলতা মোকাবেলার গল্প এটি। বিবেক পÐিত (আলি ফজল) লাকশমি (ওমি বৈদ্য) আর অমিত (অমিতোষ নাগপাল) তাদের বিদ্যা কাজে লাগিয়ে একটা ভাল কাজ পাবার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। এখনও তিন বন্ধু নিশ্চিত হতে পারেনি কী করবে। তারা এর মধ্যে জেনে গেছে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য তাদের শক্তিশালী দলিল নেই। এই অনিশ্চয়তার মোকাবেলা করার বদলে তারা দেশে ফিরে আরামে থাকতে পারে কিন্তু সেই সিদ্ধান্ত নেয়াও সহজ নয়। এর মধ্যে তারা এফবিআইয়ের নজরে পড়ে যায়। তারা এই অবস্থায় ভারত ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর পেছনে তাদের দায়িত্বজ্ঞানহীনতা যেমন কাজ করে তেমনি কাজ করে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। বিদেশে উচ্চাভিলাষী তরুণদের স্বপ্ন কীভাবে ভেঙে যায় তারই স্বাদ পায় তিন বন্ধু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফর হিয়ার

১৩ জুলাই, ২০১৮
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ