রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ ও রাতকানা রোগের প্রাদুর্ভাব মাত্র এক শতাংশের নিচে কমিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অডিটরিয়াম ও কুমিল্লা জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস প্রথম রাউন্ড ক্যাম্পেইনকে সামনে রেখে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং অনুষ্ঠানে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ১৫৬টি কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রশিক্ষনপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও মাঠকর্মীরা ক্যাসুল খাওয়ানোর কাজটি দায়িত্বশীলতার সাথে পালন করবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কার্যক্রম তদারকি করা হবে। এদিকে জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৬ উপজেলাসহ সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভায় ১৪ হাজার ৫০৫টি কেন্দ্রে ১০ লাখ ৩০ হাজার ৭১৮জন শিশুকে শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রথম রাউন্ডের এই ক্যাম্পেইন বাস্তবায়নে প্রতিটি কেন্দ্রে ৩জন করে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও মাঠকর্মী দায়িত্ব পালন করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।