Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালোব্যাজ ধারণ করে রাইফা হত্যার প্রতিবাদ জানালেন সাংবাদিকরা

সংহতি জানান বিদেশি সাংবাদিকরাও

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


 চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় ও ভুল চিকিৎসায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। গতকাল (বুধবার) চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কালো ব্যাজ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমউদ্দিন শ্যামল। পরে চট্টগ্রামের সকল গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরতরা কালো ব্যাজ ধারণ করেন।
এদিকে, সিইউজে ঘোষিত আন্দোলন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কালোব্যাজ ধারণ করেন বিভিন্ন দেশ থেকে আসা বেশ কয়েকজন সাংবাদিক। চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিতে তারা চট্টগ্রামে এসেছেন। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন ব্রিটিশসহ বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকরা। ব্রিটিশ ডেইলি গার্ডিয়ানের সিনিয়র সাংবাদিক ক্রিস স্ট্যাফেনসহ বিদেশী সাংবাদিকরা কালো ব্যাজ ধারণ করেন।
সাংবাদিক নেতারা বলেন, রাইফা হত্যার বিচারের দাবিতে সিইউজে অভিযুক্ত চিকিৎসকদের বিচার, অবৈধ অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণকারী ডা. ফয়সল ইকবালের সনদ বাতিল ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার- দাবিতে রাজপথে সোচ্চার রয়েছে। এই তিন দাবি বাস্তবায়ন করেই চট্টগ্রামের সাংবাদিক-জনতা ঘরে ফিরে যাবে। রাইফার মৃত্যুকে নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র হলে তা কঠোরভাবে প্রতিহত করবে সাংবাদিক-জনতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক

১৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ