Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জাম্প স্ট্রিট’ আর ‘মেন ইন ব্ল্যাক’ নিয়ে ক্রসওভার চলচ্চিত্র

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

‘টোয়েন্টি থ্রি জাম্প স্ট্রিট’ চলচ্চিত্রের শেষে অন্যান্য বøকবাস্টার ফিল্ম আর ভিডিও গেমের সঙ্গে সমন্বয় ঘটিয়ে হাস্যরসাত্মকভাবে চলচ্চিত্রটির যতগুলো সম্ভব সিকুয়েলের একের পর এক আভাস দেয়া হয়েছিল। সেগুলো যদি না কখনও সম্ভব হয় সেখানে অনুপস্থিত একটি চলচ্চিত্র এখন নির্মাণ প্রক্রিয়ায় আছে। এই নতুন চলচ্চিত্রটিতে সায়েন্স ফিকশন কমেডি ‘মেন ইন বø্যাক’-এর সঙ্গে কমেডি সিরিজটিকে সমন্বিত করা হবে। কমিকবুক ডটকম এই নির্মিতব্য চলচ্চিত্রটির একটি লোগো প্রকাশ করেছে। চলচ্চিত্রটির প্লট সম্পর্কে কোনও আভাস দেয়া হয়নি। ‘মেন ইন বø্যাক’ তারকা উইল স্মিথ, টমি লি জোন্স বা জশ ব্রলিন চলচ্চিত্রটিতে অভিনয় করবেন কী না জানা যায়নি, তবে ‘জাম্প স্ট্রিট’ সিরিজের দুই তারকা জোনা হিল এবং চ্যানিং টেটাম থাকবেন।
দুই পরিচালক ফিল লর্ড আর ক্রিস মিলার স¤প্রতি চলচ্চিত্রটি সম্পর্কে আভাস দেন। লর্ড বলেন, “এটি এখনও একটি পাগলামি ধারণা, আর আমরা ঠিক সে কাজটিই করে থাকি যেটি একবারে জঘন্য ধরনের হয়। আমরা সবচেয়ে বেশি মনোযোগ দেব স্মিট আর জেঙ্কোর জীবনের আগামী অধ্যায়ে কী ঘটতে পারে। এবং এর সঙ্গে অন্য জগতের প্রাণীরাও থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘জাম্প স্ট্রিট’ আর ‘মেন ইন ব্ল্যাক’ নিয়ে ক্রসওভার চলচ্চিত্র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ