Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরবাসীর অর্পিত দায়িত্ব পালনে পিছপা হবো না : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নগরবাসীর সমস্যা নিরসন নৈতিক দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অর্পিত এ দায়িত্ব পালনে কখনো পিছপা হবো না। চট্টগ্রাম মহানগরীকে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার তার সবকিছুই করা হবে। তিনি গতকাল (বুধবার) নগরীর ২নং জালালাবাদ ওয়ার্ডে ৬টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে একথা বলেন। এডিপির আওতায় এ সকল রোড ও ড্রেনের উন্নয়নের জন্য প্রায় ১৩ কোটি টাকা ব্যয় হবে। মেয়র উন্নয়ন কাজের গুণগত মান অক্ষুণ রাখার নির্দেশ দেন। এসময় সিটি মেয়রের সাথে স্থানীয় কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, প্রধান প্রকেশৗলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক ও এস্টেট অফিসার এখলাস উদ্দিন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র নাছির

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ