প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : পি এন কম্পজিট লিমিটেডের সহযোগিতায় গুলশান ইয়ুথ ক্লাবে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয় বাংলা বর্ষ বিদায় ১৪২২ ও বর্ষবরণ ১৪২৩। বাংলা বর্ষ বিদায় অনুষ্ঠান ১৩ এপ্রিল আয়োজনে ছিল ঘুড়ি উৎসব, নাগর দোলা, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য এবং বাংলা বর্ষ বিদায় ও বর্ষবরণ আলোক প্রজ্বলন। বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ১৪ এপ্রিল আয়োজনে ছিল বাংলা বর্ষবরণ সংগীত, বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যাদু প্রদর্শনী, ঘোড়ার গাড়ি, নাগর দোলা ও এলাকার শিশু কিশোর ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দিনব্যাপী উন্মুক্ত বৈশাখী আয়োজন। ১৫ এপ্রিল ছিল এলাকার শিশু কিশোর ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী বৈশাখী ক্রীড়া উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান একে এম রহমতউল্লাহ এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি ও তার সহধর্মিনী রোকসানা হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য খোরশেদ আলম চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও তার সহধর্মিনী শিল্প উদ্যোক্তা রুবানা হক, গুলশান ইয়ুথ ক্লাবের উপদেষ্টা রাফেজ আলম চৌধুরী, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।